ক্ল্যামাইডিয়া (গোপন যৌন রোগ) - Chlamydia in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 08, 2019

July 31, 2020

ক্ল্যামাইডিয়া
ক্ল্যামাইডিয়া

ক্ল্যামাইডিয়া কি?

ক্ল্যামাইডিয়া হলো সাধারণ একটি যৌন কারণ ঘটিত সংক্রমণ, পুরুষ ও নারী উভয়েই এতে আক্রান্ত হয়। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়।

যে ব্যক্তির এই অবস্থা একবার হয়েছে, তিনি ফের সংক্রমিত হতে পারেন, যদি তার শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে।

এর প্রধান লক্ষন ও উপসর্গ কি কি?

কিছু ব্যক্তির ক্ল্যামাইডিয়া থাকলেও, তাঁরা কোনও উপসর্গই উপলব্ধি করতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত তাঁরা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আবার আসছেন।

পুরুষদের মধ্যে দেখতে পাওয়া সাধারণ উপসর্গগুলি হলো:

  • প্রস্রাবের সময় জ্বালাভাব।
  • লিঙ্গ থেকে স্রাব বের হওয়া, সঙ্গে জ্বালাভাব।

মহিলাদের ক্ষেত্রে উপসর্গগুলি হলো:

নাবালকদের ক্ষেত্রে, চোখ ও ফুসফুসে সংক্রমণ হলে যেসব উপসর্গ দেখা যায়, তাও দেখা দিতে পারে এতে।

এর প্রধান কারণ কি কি?

  • কোনও ব্যক্তি যৌনসঙ্গমের মাধ্যমেও ক্ল্যামাইডিয়ায় আক্রান্ত হতে পারেন। সংক্রমিত সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে মৌখিক, পায়ু অথবা যোনিতে যৌনসঙ্গমের ফলেও সংক্রমণের ঝুঁকি থাকে।
  • সংক্রমিত মা, জন্ম দেওয়ার সময় তাঁর সন্তানের দেহে এই সংক্রমণ অতিবাহিত করতে পারেন।
  • অসুরক্ষিত যৌন সম্পর্ক বা একাধিক ব্যক্তির সঙ্গে যৌনসঙ্গম, আপনাকে  ক্ল্যামাইডিয়ার মতো যৌন কারণ ঘটিত সংক্রমণের ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে। (আরও পড়ুন: কিভাবে সুরক্ষিত যৌনসঙ্গম করবেন)।

কিভাবে এটি নির্ণয় ও চিকিৎসা করা হয়?

  • যদি আপনার কোনও উপসর্গ না থেকে থাকে, কিন্তু মনে হচ্ছে, আপনি ক্ল্যামাইডিয়ার সংস্পর্শে এসে থাকতে পারেন, তাহলে চিকিৎসককে নিজের যৌন ইতিহাস জানানো জরুরি।
  • মহিলাদের ক্ষেত্রে সংক্রমণ পরীক্ষা করার জন্য যোনির স্রাবের নমুনা সংগ্রহ করা হয়।
  • পুরুষদের ক্ষেত্রে, মূত্র পরীক্ষা করা হয়।

চিকিৎসা পদ্ধতিগুলি নিম্নরূপ:

  • যেহেতু এটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ, তাই ক্ল্যামাইডিয়ার জন্য অ্যান্টিবায়োটিকগুলিই আদর্শ চিকিৎসা।
  • যে অ্যান্টিবায়োটিকগুলি দেওয়া হয়েছে, তার ধরন অনুসারে কোর্স 10-14 দিন পর্যন্ত হতে পারে। সংক্রমণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া নিশ্চিত করতে কোর্সটি সম্পূর্ণ করা দরকার।
  • মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস বা জরায়ু ও সার্ভিক্স বা জরায়ুর গ্রীবায় সংক্রমণ ছড়িয়ে পরার মতো জটিলতা বন্ধ্যাত্বের মতো আরও মারাত্মক আকার নিতে পারে।
  • পুরুষদের মধ্যে, সংক্রমণ প্রস্রাব গ্রন্থি অথবা মূত্রনালীতে ছড়িয়ে পড়তে পারে।



তথ্যসূত্র

  1. Elwell C et al. Chlamydia cell biology and pathogenesis.. Nat Rev Microbiol. 2016 Jun;14(6):385-400. PMID: 27108705
  2. Marc O. Beem et al. Respiratory-Tract Colonization and a Distinctive Pneumonia Syndrome in Infants Infected with Chlamydia trachomatis. The New England Journal of Medicine; February 10, 1977
  3. Catherine M. O’Connell et al. Chlamydia trachomatis Genital Infections. Microb Cell. 2016 Sep 5; 3(9): 390–403. PMID: 28357377
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Chlamydia Infections
  5. Kalpana Betha et al. Prevalence of Chlamydia trachomatis among Childbearing Age Women in India: A Systematic Review. Infect Dis Obstet Gynecol. 2016; 2016: 8561645. PMID: 27672303

ক্ল্যামাইডিয়া (গোপন যৌন রোগ) ৰ ডক্তৰ

Dr Rahul Gam Dr Rahul Gam Infectious Disease
8 Years of Experience
Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 Years of Experience
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 Years of Experience
Dr. Anupama Kumar Dr. Anupama Kumar Infectious Disease
অনেক সময় অডিও র জন্য মুহূর্তের বিলম্ভ হতে পারে