হার্নিয়া - Hernia in Bengali

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 12, 2018

May 01, 2023

হার্নিয়া
হার্নিয়া

সারাংশ

যখন শরীরের কোন অঙ্গ আশে পাশের পেশী বা নরম টিস্যুর একটি দুর্বল বা অস্বাভাবিক ছিদ্র ভেদ করে বেড়িয়ে আসে তখন সেই অবস্থা কে হার্ণিয়া বলা হয়। সব চেয়ে সাধারণ প্রকারের হার্ণিয়া হচ্ছে ইঙ্গুইনাল হার্ণিয়াস যা কুঁচকি'র (সরাসরি বা পরোক্ষ ভাবে) সাথে সম্প্রীত, ইনসিশানাল বা ভেন্ট্রাল (অস্ত্রোপচারের পরে পেটে একটি কাটা অথবা দাগ), ফিমোরাল(থাই'এর উপর দিকে, কুঁচকি'র বাইরের দিকে), আমবিলিক্যাল (নাভির কাছে) এবং হিয়াটাল (পাকস্থলীর উপর দিক/ডায়াফ্রাম)। এর লক্ষণ হচ্ছে যেখানে হয়েছে সেখানে ফুলে থাকবে বা ব্যথা হবে। কিছু মানুষের কোন লক্ষণ দেখা যায় না। হার্ণিয়ার চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার, যাতে প্রভাবিত টিস্যুগুলি আবার আগের জায়গায় ফিরে যায় এবং ছিদ্র বন্ধ হয়ে যায়। এর জটিলতা হচ্ছে ফোলা, ব্যথা এবং অস্ত্রোপচারের জায়গা থেকে নির্গমন হতে থাকা। অস্ত্রোপচারের পরে ফলাফল ভাল হয়, হার্ণিয়া আবার হয় না, এবং খুব অল্প ক্ষেত্রে মৃত্যু হতে পারে যদি প্রাথমিক স্তরে চিকিৎসা না হয়।

হার্নিয়া কি - What is Hernia in Bengali

হার্ণিয়া হচ্ছে আশে পাশের টিস্যু এবং পেশীর দুর্বল স্থান ভেদ করে একটি অঙ্গ বা চর্বির টিস্যুর বাইরে বেড়িয়ে আসা। এটি স্ত্রী-পুরুষ নির্বিশেষ হয়, এমন কি বাচ্চাদেরও হয়। স্থূলকায় ব্যক্তিদের এটি বেশি হতে দেখা যায়। হার্ণিয়া সাধারণত হয় যখন অন্ত্র বা উদরকে ঘিরে থাকা পেরিটোনিয়াম উদরের দেওয়ালের কোন ছিদ্র দিয়ে বাইরে বেড়িয়ে আসে। বেড়িয়ে আসা অংশটিকে বলা হয় হার্ণিয়া স্যাক যাতে অন্ত্রের অংশ, পেরিটোনিয়াম বা উদরের বাইরের দেওয়াল, পাকস্থলী এবং/অথবা পেটের চর্বি থাকতে পারে। এটাকে বাইরে থেকে দেখতে একটি স্ফীতির মত।

হার্নিয়া এর উপসর্গ - Symptoms of Hernia in Bengali

হার্ণিয়ার লক্ষণ এবং উপসর্গ অনেক রকমের হতে পারে, যেমন:

  • ব্যথাহীন ফোলা থেকে খুব ব্যথা দায়ক ফোলা, নরম সংবেদনশীল দেহের অংশ, যেমন উদর বা শ্রোণী, যা শরীরের বাইরে বেড়িয়ে গিয়েছে, যাকে আবার উদরের মধ্যে ঠেলে ঢোকানো সম্ভব আবার সম্ভব নাও হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে হার্ণীয়ার লক্ষণ হচ্ছে উদরে বা শ্রোণী অঞ্চলে ব্যথা।
  • সমস্ত হার্ণীয়া সমস্যার সৃষ্টি করে না। মাঝে মাঝে ব্যথা, জ্বালা হতে পারে বা চাপ বা টেনে ধরার মতন অনুভূতি হবে বিশেষত যখন কঠিন শারীরিক পরিশ্রম করবেন। ব্যথা কারণ হল পেটের পেশীতে টান পড়া।
  • হিয়াটাল হার্ণীয়াতে উদরের উপর দিকে, বিশেষত যখন পেট খালি থাকে, একটি নিস্তেজ ব্যথা হয়। যদি চিকিৎসা না করা হয় এবং হার্ণীয়া বাড়তে থাকে, তখন বমিও হতে পারে। (বিস্তারিত জানার জন্য পড়ুন - পেটের ব্যথার চিকিৎসা)। 
  • ইঙ্গুইনাল হার্ণীয়াতে কুঁচকির কাছে একটি ফোলা দেখা যায়। তীব্র ব্যথা বা জ্বালা অথবা দুটোই বোধ হবে যদি ইঙ্গুইনাল নার্ভে কোন প্রদাহ হয়। বমি বা বমির ভাব এবং জ্বর হতে পারে যদি হার্ণীয়া বাড়তে থাকে।
  • বাচ্চাদের আমবিলিক্যাল হার্ণীয়া হয় নাভির কাছে একটি ফোলার মতন। বাচ্চা যখন কাঁদে তখন এটা বোঝা যায়। বড়দের ক্ষেত্রেও নাভির কাছে একটি ফোলা দেখা যায়, যা কাশির সময় বা টান লাগলে বাড়ে। টেনে ধরা মতন ব্যথা মাঝে মাঝে উপস্থিত হয়।
  • হার্ণীয়ার অস্ত্রোপচারের চতুর্থ দিনে সেলাইয়ের জায়গাটি থেকে নির্গমন হতে থাকে। এই থেকে বোঝা যায় যে ইনসিশানাল হার্ণীয়া হচ্ছে। অস্ত্রোপচারের সময়ে সংক্রমণের ইতিহাসও আরেকটি লক্ষণ। ক্ষতের দাগের কাছে ফোলাও দেখা যায়।

হার্নিয়া এর চিকিৎসা - Treatment of Hernia in Bengali

শল্য চিকিৎসা

হার্ণীয়ার ভাল চিকিৎসা হল শল্য চিকিৎসা। অস্ত্রোপচারের সময়ে হার্ণীয়ার বস্তুগুলিকে ঠেলে উদরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বা কেটে বাদ দিয়ে জায়গাটা সেলাই করে বন্ধ করে দেওয়া হয়। যে দুর্বল টিস্যু এবং পেশীগুলি ভেদ করে বস্তু বেড়িয়ে এসেছিল, সেগুলিকে সঠিক জায়গায় ধরে রাখার জন্য একটি জাল (কৃত্রিম বা পশুজাত) ব্যবহার করা হয়।

অস্ত্রোপচার দুই ভাবে করা যায়: উন্মুক্ত করে বা প্রথাগত ভাবে এবং অল্প ক্ষত করে ল্যাপারস্কোপিক শল্য চিকিৎসা করে। উন্মুক্ত অস্ত্রোপচারে হার্ণীয়ার জায়গায় একটি বড় ও লম্বা গর্ত কাটা হয় এবং দুর্বল পেশীগুলিকে মেরামত করা হয়। ল্যাপারস্কোপিক বা কী-হোল শল্য চিকিৎসায় একাধিক ফুটো করা হয় এবং সরু নলের মত যন্ত্র দিয়ে অস্ত্রোপচার করা হয়। নলের মাথায় একটি ক্যামেরা লাগানো থাকে যাতে শরীরের ভিতরের ছবি শরীরের বাইরে একটি মনিটারে দেখে কাজ করা যায়।

ইঙ্গুইনাল হার্ণীয়াতে হার্ণীয়োটমি, হার্ণীয়োর্হাফি বা হার্ণীয়োপ্লাস্টি'র মতন বিশেষ পদ্ধতির সুবিধা নেওয়া হয়। ইঙ্গুইনাল হার্ণীয়ার অন্যান্য চিকিৎসাগুলি হল কুন্ট'জ অস্ত্রোপচার, এন্ড্রিউ'জ ইম্ব্রিকেশানস বা ম্যাকভে বা নিহাস মেরামত, এবং তা নির্ভর করে কি ধরনের মেরামতি দরকার। অস্ত্রোপচারকারী ডাক্তার এই বিষয়ে নির্ণয় নেন। বিভিন্ন প্রকারের হার্নীয়ার চিকিৎসার জন্য বিভিন্ন ধরণের অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার সব সময় হার্ণীয়ার একমাত্র চিকিৎসা নয়। এর দরকার হয় না যদি আপনার হার্ণীয়া, যে ধরনেরই হোক না কেন, কোন স্বাস্থ্য সম্বন্ধীয় বড় সমস্যা না হয়। উপরন্তু, বয়স্কদের ক্ষেত্রে এবং যারা গুরুতর অসুস্থ ক্ষেত্রে অস্ত্রোপচার এড়িয়ে যাওয়া হয়।

ওষুধপত্র

হিয়াটাল হার্ণীয়ার ক্ষেত্রে, কখনও কখনও বাজার চলতি ওষুধ দেওয়া হয় যাতে পাকস্থলীর অম্বল কম হয়। এতে অস্বস্তি এবং অন্যান্য উপসর্গ থেকে মুক্তি পাওয়া যায়। এই ওষুধগুলির মধ্যে কতকগুলি হল ব্যথা কমানোর, কিছু হল এইচ-২ ব্লকারস যা হিস্টামিনের বিরুদ্ধে কাজ করে, কিছু হল পেটের এসিড কমানোর জন্য আর আছে প্রোটন পাম্প ইনহিবিটারস (যে ওষুধগুলি পেটে এসিড তৈরি বন্ধ করে)।

জীবনধারার নিয়ন্ত্রণ

খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে হিয়াটাল হার্ণীয়ার উপসর্গ কম করা যায় কিছু সারানো যায় না। একবারে অনেকটা ভারী (গুনে ও পরিমাণে) খাবার এড়িয়ে চলতে হবে। ভোজনের পরেই শুয়ে পড়া অথবা শ্রমসাধ্য শারীরিক পরিশ্রম করা বন্ধ করতে হবে। যে খাবারগুলি অম্বলের কারণ হয় সেই মশলাদার বা টক খাদ্য পরিহার করে হিয়াটাল হার্ণীয়ার রোগীরা অম্বল থেকে মুক্তি পাবেন। যত দিন উপসর্গ থাকে তত দিন ধূমপান বন্ধ রাখুন। দেহের ওজন নিয়ন্ত্রণ করে আপনার উচ্চতার সাথে সামঞ্জস্য রাখুন।

কিছু কিছু ব্যায়াম হার্ণীয়ার অঞ্চলের পেশীগুলিকে শক্তিশালী করতে সাহায্য করবে। এতে কিছু উপসর্গ কম হবে। তবে অত্যধিক ব্যায়াম করা বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যায়াম করলে হিতে বিপরীত হবে। ভাল হয় যদি একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ব্যায়ামগুলি করেন।

যদি প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা মেনে চলার পরও উপসর্গগুলি না যায় তাহলে অস্ত্রোপচার করেই হার্ণীয়াকে ঠিক করতে হবে।

Schwabe Eugenia jambosa MT
₹270  ₹300  10% OFF
BUY NOW


তথ্যসূত্র

  1. InformedHealth.org. Hernias: Overview. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Hernias: Overview. 2016 Oct 6.
  2. United Consumer Financial Services.[internet]. University of California San Francisco, UCSF Medical Center, UCSF Department of Surgery, UCSF School of Medicine. Overview of Hernias.
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hernia
  4. US Food and Drug Administration (FDA) [internet]; Hernia Surgical Mesh Implants: Information for Patients
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Hernias

হার্নিয়া জন্য ঔষধ

Medicines listed below are available for হার্নিয়া. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.