স্মৃতিশক্তি হারানো - Memory Loss in Bengali

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 10, 2019

March 06, 2020

স্মৃতিশক্তি হারানো
স্মৃতিশক্তি হারানো

স্মৃতিশক্তি হারানো (স্মৃতিভ্রংশ) কাকে বলে?

স্মৃতি হারানো বা অ্যামনেসিয়া এক অস্বাভাবিক রকমের বিস্মৃতির সমস্যা। এই সমস্যায় আক্রান্ত মানুষ আগামী ঘটনা ভুলে যেতে পারেন বা অতীত স্মৃতি, অথবা কোন কোন ক্ষেত্রে দুটিই ভুলে যাওয়া সম্ভব। বয়সজনিত কারণে স্মৃতি হারানো খুবই স্বাভাবিক ঘটনা এবং তা কোন চিন্তার কারণ নয়। একে বলে সিনাইল ডিমেনশিয়া বা বার্ধক্যজনিত স্মৃতিলোপ। শেষ কোথায় চাবি বা ঘড়ি বা ছাতা রাখা হয়েছিল তা ভুলে যাওয়াকে স্মৃতি হারানো বলে না। স্মৃতিশক্তি লোপ পাওয়ার ফলে যখন যুক্তি, বিচার ক্ষমতা, ভাষা প্রভৃতির ব্যাঘাত ঘটে তখন একে ডিমেনশিয়া বলে এবং চিকিত্‍সক দ্বারা এর বিস্তারিত অনুসন্ধান হওয়া দরকার।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?

স্মৃতি হারানোর সঙ্গে সম্পর্কিত সাধারণ উপসর্গগুলি হল:

  • পুরোনো বা সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া।
  • চিন্তাশক্তির অবনতি।
  • বিচারক্ষমতা হ্রাস পাওয়া।
  • জটিল কার্যপ্রণালী বা পরপর ধাপ মনে রাখার সমস্যা।

এর প্রধান কারণ কি?

বয়সবৃদ্ধির সাথে স্মৃতির কিছু সমস্যা হওয়া স্বাভাবিক। বয়সজনিত ছাড়া অন্যান্য যে কারণে স্মৃতি হারাতে পারে সেগুলি হল:

কিভাবে এই রোগের নির্ণয় হয় এবং এর চিকিৎসা কি?

স্মৃতি হারানো নির্ণয়ের জন্য চিকিৎসক আপনাকে কিছু নির্দিষ্ট প্রশ্ন করেন। এর উত্তর থেকে আপনার চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির অবস্থা বুঝতে পারা যায়। স্মৃতিলোপের নিরাময়যোগ্য কারণ নির্ধারণ করতে অন্যান্য যে পরীক্ষাগুলি করা হয়ে থাকে তা হল:

  • রক্তে সংক্রমণ বা পুষ্টি দ্রব্যের উপস্থিতি বুঝতে রক্ত পরীক্ষা করা হয়।
  • সিটি স্ক্যান, এম আর এই প্রভৃতি ব্রেন ইমেজিং টেকনিক।
  • কগনিটিভ টেস্ট।
  • লাম্বার পাংচার।
  • সেরিব্রাল এঞ্জিওগ্রাফী।

সঠিক কোন কারণে স্মৃতি হারিয়েছে তার উপর এই সমস্যার চিকিৎসা নির্ভর করে। অপুষ্টির ফলে এই সমস্যা হলে বাইরে থেকে পুষ্টি দ্রব্য সরবরাহ করে স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব। বয়সজনিত স্মৃতিলোপ এবং নির্দিষ্ট কিছু অবস্থা যেমন আলঝাইমার্স রোগের ক্ষেত্রে এর সম্পূর্ণ নিরাময়ের কোন সম্ভাবনা নেই। সংক্রমণের চিকিৎসায় এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হতে পারে। নেশাসক্তির ফলে ঘটিত স্মৃতির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন পারিবারিক সহায়তা, পেশাদারি কাউন্সেলিং এবং মনের জোর।



তথ্যসূত্র

  1. National Health Service [Internet]. UK; Memory loss (amnesia).
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Memory loss.
  3. Alzheimer's Association [Internet]: Chicago (IL); Mild Cognitive Impairment (MCI).
  4. Small GW. What we need to know about age related memory loss. BMJ. 2002 Jun 22;324(7352):1502-5. PMID: 12077041
  5. U. S Food and Drug Association. [Internet]. Coping With Memory Loss.

স্মৃতিশক্তি হারানো জন্য ঔষধ

Medicines listed below are available for স্মৃতিশক্তি হারানো. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.