নন অ্যালার্জিক রাইনাইটিস - Nonallergic Rhinitis in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 04, 2019

March 06, 2020

নন অ্যালার্জিক রাইনাইটিস
নন অ্যালার্জিক রাইনাইটিস

নন-অ্যালার্জিক রাইনাইটিস কাকে বলে?

নন-অ্যালার্জিক রাইনাইটিসের বৈশিষ্ট্য হল নাকের অভ্যন্তরের প্রদাহ বা ফুলে যাওয়া যা অ্যালার্জিক উপাদানের কারণে ঘটে না। বিভিন্ন নন-অ্যালার্জিক উপাদান, যেমন ধোঁয়া, বায়ুচাপের পরিবর্তন, শুষ্ক বায়ু, সংক্রমণ ইত্যাদির ফলে এই সমস্যার সৃষ্টি হয়। এই রোগের প্রক্রিয়াটি এলার্জিক প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত নয়, এটি প্রদাহের ফলে ঘটে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?

নন-অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্তের মধ্যে নিম্নলিখিত উপসর্গগুলি দেখা যেতে পারে:

  • বন্ধ নাক।
  • নাকের ভিতর ও আশেপাশে অস্বস্তি।
  • অত্যধিক হাঁচি।
  • নাক দিয়ে জল পড়া।
  • ঘ্রাণ ও স্বাদের অনুভূতি হ্রাস।
  • ক্ষুধার হ্রাস।

নাক, গলা ও চোখের চুলকানি সাধারণত অ্যালার্জিক রাইনাইটিসে দেখতে পাওয়া যায়। নন-অ্যালার্জিক রাইনাইটিসে এই উপসর্গগুলির উপস্থিতি বিরল।

এটির প্রধান কারণগুলি কি কি?

যদিও এই সমস্যাটির নির্দিষ্ট কারণ পরিষ্কারভাবে জানা নেই, বিভিন্ন নন-অ্যালার্জিক উপাদান নন-অ্যালার্জিক রাইনাইটিস ঘটাতে সাহায্য করে। এগুলি হল:

  • বায়ুদূষণ।
  • মদ্যপান।
  • তেল মশলাযুক্ত খাদ্য।
  • কিছু ওষুধ, যেমন আইবুপ্রোফেন ও এসপিরিন।
  • শুষ্ক আবহাওয়া।
  • তীব্র গন্ধ যেমন পারফিউম ও ব্লিচিং এজেন্টের গন্ধ।
  • ব্যাকটেরিয়ালভাইরাল সংক্রমণ

কিভাবে এটি নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

এই রোগটি নির্ণয়ের জন্য চিকিৎসক নিম্নোক্ত এক বা একাধিক নির্ণয়করণ পদ্ধতি ব্যবহার করতে পারেন:

  • শারীরিক পরীক্ষা।
  • সমস্যার জন্য দায়ী অ্যালার্জেন শনাক্তকরণ করতে স্কিন টেস্ট করা হয়। এই পরীক্ষা অ্যালার্জিক রাইনাইটিসকে সম্ভাব্য কারণ থেকে বাতিল করতে সাহায্য করে।
  • ইমিউনোগ্লোবিউলিন ই নামক যে এন্টিবডিকে ইমিউন সিস্টেম অ্যালার্জির প্রতিক্রিয়ায় উৎপাদন করে, রক্তে তার মাত্রা জানতে রক্তপরীক্ষা করা হয়। কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) পরীক্ষার সাহায্যে রক্তে ইওসিনোফিল (এক প্রকার শ্বেত রক্তকণিকা)-এর সংখ্যা জানা যায়, যা এলার্জির আরেকটি নির্ণায়ক। সুতরাং, রক্ত পরীক্ষার মাধ্যমে এলার্জিক প্রতিক্রিয়ার সম্ভাবনাকে বাতিল করা যেতে পারে।

নন-অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসা হল সমস্যার কারণগুলোকে এড়িয়ে চলা ও উপসর্গগুলির উপশম।

  • যদি ওষুধের কারণে এটি ঘটে থাকে তবে চিকিৎসক ওই ওষুধের পরিবর্তে অন্য ওষুধের পরামর্শ দিতে পারেন।
  • যদি অত্যধিক নেসাল ডিকনজেস্টেন্ট ব্যবহারের ফলে এই সমস্যার সৃষ্টি হয় তবে সেটির ব্যবহার বন্ধ করে দিতে হবে।
  • নাক পরিষ্কার করতে স্যালাইন সলিউশন দিয়ে নেসাল ইরিগেশন করতে হবে।
  • কর্টিকোস্টেরয়েড, ডিকনজেস্টেন্ট, এন্টিকলিনার্জিক অথবা এন্টিহিস্টমিনিক নাকের স্প্রে বন্ধ নাক ছাড়ানোর জন্য ব্যবহার করা হয়।



তথ্যসূত্র

  1. National Health Service [Internet]. UK; Non-allergic rhinitis.
  2. American Academy of Allergy, Asthma & Immunology. NONALLERGIC RHINITIS (VASOMOTOR RHINITIS) DEFINITION. Milwaukee, WI [Internet]
  3. Nguyen P Tran, John Vickery, Michael S Blaiss. Management of Rhinitis: Allergic and Non-Allergic . Allergy Asthma Immunol Res. 2011 Jul; 3(3): 148–156. PMID: 21738880
  4. U. S Food and Drug Association. [Internet]. Nonallergic Rhinitis: Developing Drug Products for Treatment
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Nonallergic rhinopathy
  6. National Health Service [Internet]. UK; Non-allergic rhinitis.

নন অ্যালার্জিক রাইনাইটিস জন্য ঔষধ

Medicines listed below are available for নন অ্যালার্জিক রাইনাইটিস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.