প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি - Enlarged Prostate in Bengali

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

November 28, 2018

July 31, 2020

প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি
প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি

প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি কাকে বলে?

প্রোস্টেট হল একটি ছোটো গ্রন্থি যা পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, যেটি বীর্যের মধ্যে একটি তরল নিঃসৃত করে যা শুক্রাণুগুলিকে রক্ষা করে। এটি মূত্রনালীর চারপাশে অবস্থান করে, মূত্রনালী হলো একটি নল, যা মূত্র বহন করে। প্রোস্টেটের বৃদ্ধি 50 বছরের বেশী বয়স্ক পুরুষদের ক্ষেত্রে একটি স্বাভাবিক সমস্যা, যার কারণ বার্ধক্য।

এই অবস্থাকে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া (বিপিএইচ) ও বলে যতক্ষন না তা ক্যান্সারে রূপান্তরিত হয়। অথবা এটি প্রোস্টেট ক্যান্সার-এ পরিবর্তিত হয় বা এর সম্ভাবনা বাড়িয়ে দেয়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

প্রোস্টেটের বৃদ্ধির ফলে পুরুষদের মূত্রত্যাগে সমস্যা দেখা দেয়, কার‍ণ মূত্রনালী সরু হয়ে যায়।

  • বার বার মূত্রত্যাগ, মূত্রত্যাগের বেগ কোন সময়ই ধরে রাখতে না পারা। বিশেষত  রাত্রিবেলায়। (আরো পড়ুন: বার বার মূত্রত্যাগের কারণ)
  • মূত্রত্যাগের ধারা বার বার শুরু ও বন্ধ হয়ে যাওয়া, অসম্পূর্ণ মূত্রত্যাগের অনুভূতি হওয়া।
  • মূত্রত্যাগের সময় ব্যথার অনুভূতি, আবার তার সাথে রক্তপাতও হতে পারে।

এর প্রধান কারণগুলি কি কি?

প্রোস্টেটের বৃদ্ধি পাওয়ার আসল কারণগুলি জানা নেই, কিন্তু সেগুলি বার্ধক্যের সাথে সম্পর্কিত।

  • টেস্টিকুলার কোষগুলিতে পরিবর্তন এবং তার সাথে পুরুষ হরমোনের স্তরগত পরিবর্তন, টেস্টোস্টেরোন, প্রোস্টেটের বৃদ্ধি পাওয়ার কারণ।
  • গবেষনার মাধ্যমে জানা গেছে, যেসব পুরুষ অভ্যন্তরীণ সমস্যার কারণে তাদের অন্ডকোষ বাদ দিয়েছেন, তাঁরা প্রোস্টেটের বৃদ্ধি পাওয়ার সমস্যায় পড়েননি।
  • 75 বছরের বেশি বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা খুবই বেশি আর তাদের ঝুঁকির অন্য কোনো আলাদা কারণ থাকে না।

কিভাবে রোগ নির্ধারণ ও চিকিৎসা হয়?

এর রোগ নির্ধারণ বিশেষত প্রোস্টেট বাদ দেওয়ার ভিত্তিতেই করা হয়, তার পূর্বে উপসর্গ জানা ও শারীরিক পরীক্ষা করা আবশ্যিক।

  • মূত্রত্যাগের সমস্যা আরো কিছু কারণে যেমন, কিডনি খারাপ হওয়ার জন্যও হয়, ব্লাডার ক্যান্সার বা মূত্রনালীতে কিছু প্রতিবন্ধকতার কারণেও হয়। এইসব কারণগুলির  চিকিৎসা প্রথমে ডাক্তারকে করতে হবে।
  • ডাক্তার রোগীর উপসর্গগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ চাইতে পারেন ও অবস্থা সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য অন্যান্য চিকিৎসাজনিত উপসর্গগুলি জানতে চাইতে পারেন।
  • শারীরিক পরীক্ষার মধ্যে, আলট্রাসাউন্ড, এবং রক্ত পরীক্ষা করতে বলতে পারেন বিশেষ একটি প্রোটিন, যাকে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা পিএসএ সম্বন্ধে জানতে, যেগুলি প্রোস্টেট বৃদ্ধির প্রধান কারণ।

এর চিকিৎসা উপসর্গগুলির প্রকটতার উপর নির্ভর করে। লঘু উপসর্গগুলিতে, কোনো চিকিৎসা দরকার হয় না।

  • মূত্রত্যাগের সময় অস্বস্তি কমাতে ওষুধ দেওয়া হয়। সাধারণত, আলফা ব্লকারসের মতো ওষুধ এর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
  • প্রোস্টেটকে সংকুচিত করতে, ইউরোলজিস্ট অন্য এক ধরণের ওষুধ দিতে পারেন, যাকে 5-আলফা রিডাকটেস ইনহিবিটরস বলে,যা 6 মাস পর্যন্ত খেতে হতে পারে।
  • যদি উপসর্গগুলি খুবই প্রকট হয়, মূত্রনালীর চারপাশের চাপ কমাতে প্রোস্টেটের একটি অংশ বাদ দিতে হয়।

(আরো পড়ুন: পুরুষদের যৌন সমস্যা ও তার সমাধান)



তথ্যসূত্র

  1. Science Direct (Elsevier) [Internet]; Benign prostatic hyperplasia
  2. Science Direct (Elsevier) [Internet]; Benign prostatic hyperplasia
  3. H. M. Arrighi, H.A. Guess, E.J. Metter, J.L. Fozard. Symptoms and signs of prostatism as risk factors for prostatectomy. 1990, Volume16, Issue3
  4. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Prostate Enlargement (Benign Prostatic Hyperplasia)
  5. National institute of aging. [internet]: US Department of Health and Human Services; Prostate Problems

প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি জন্য ঔষধ

Medicines listed below are available for প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি

Number of tests are available for প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি. We have listed commonly prescribed tests below: