বার্ড ফ্লু - Bird Flu in Bengali

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 28, 2018

January 06, 2021

বার্ড ফ্লু
বার্ড ফ্লু

বার্ড ফ্লু কি?

বার্ড ফ্লু, ডাক্তারি মতে যাকে পক্ষী বা পাখি  দ্বারা সংক্রামিত ইনফ্লুয়েঞ্জা বলা হয়, যেটি মানুষের মধ্যে বিরল একটি সংক্রামক রোগ। এর নামটি থেকেই বোঝা যায়, এটি একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ যা মূলত পাখিদের মধ্যেই দেখা যায়। যদিও, এটি মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে।বার্ড ফ্লু সংক্রামিত ব্যক্তির মধ্যে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন উপসর্গ দেখা যায় এবং তার চিকিৎসার প্রয়োজন হয়।ভারতে, প্রতিবছর প্রায় চারহাজারের মতো বার্ড ফ্লুর ঘটনা ঘটে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

বার্ড ফ্লুর লক্ষণগুলি ইনফ্লুয়েঞ্জার মতোই।  এর সাধারণ উপসর্গুলি হলো:

অনেক সময়,বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির মধ্যে বমি বমি ভাব ও বমি করার প্রবণতা থাকে। অপরদিকে, কোনো কোনো ক্ষেত্রে অন্য কোনো উপসর্গ ছাড়া শুধুই চোখে সংক্রমণ থাকতে পারে।

এর প্রধান কারণগুলি গুলি কি কি?

বার্ড ফ্লু ভাইরাস দুই রকমের হয়, মানুষের মধ্যে সাধারণত এইচ 5 এন 1 ভাইরাস দেখা যায়। পাখির মাধ্যমেই এই ভাইরাস মানুষের মধ্যে সংক্রামিত হয় এবং তা নিম্নোক্ত পদ্ধতির মাধ্যমে:

পোল্ট্রির কাজের মাধ্যমে

  • খোলা বাজারে যেখানে পাখির ডিম ও পোল্ট্রিদ্রব্য বিক্রি হয় সেখানকার দ্রব্যাদি গন্ধ শ্বসন  করার ফলে হতে পারে
  • সংক্রামিত পাখি স্পর্শ করার ফলে
  • সংক্রামিত পাখির বিষ্ঠা যে জলে ফেলা হয় সেই জলে স্নান করলে

সুসিদ্ধ হয়নি এমনভাবে রান্না করা সংক্রামিত পাখির ডিম এবং মাংস সংক্রমণ ছড়াতে পারে। সম্পূর্ণ ভাবে রান্না করা পাখির ডিম ও মাংস  মানুষের পক্ষে ক্ষতিকারক নয়।এই সংক্রমণ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় না।

কিভাবে এটির নিৰ্ণয় ও চিকিৎসা করা হয়?

এর সংক্রমন সাধারণ পদ্ধতিতে গবেষণাগারে নির্ণয় করা হয় যদিও সব গবেষণাগারে এটির যে নির্দিষ্ট পরীক্ষা গুলি আছে সেগুলি করা হয় না।

  • নাক ও গলা থেকে সংগৃহীত তরল পদার্থের মধ্যে ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়।
  • একটি সম্পূর্ণ ব্লাড কাউন্ট বা রক্তকোষ গণনার মাধ্যমে শরীরে সংক্রমন আছে কিনা  তা নিশ্চিত হওয়া যায়।
  • ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষা করতে বুকের এক্স-রে করা হয়।

বার্ড ফ্লুর যথাযথ চিকিৎসার জন্য অ্যান্টি-ভাইরাল বা সংক্রামক রোগাদির বীজনাশক ওষুধ দেওয়া হয়।

  • উপসর্গ গুলি চোখে পড়ার 48 ঘণ্টার মধ্যে ওষুধগুলো সেবন করা খুবই জরুরী।
  • সংক্রামিত ব্যক্তির দেহে যে ভাইরাসগুলি থাকে সেগুলি সাধারণত যে অ্যান্টি ভাইরাল ওষুধ দেওয়া হয় তাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে,তাই বিকল্প ওষুধের বিধান দিতে হয় ডাক্তারকে।
  • সতর্কতা হিসাবে, রোগীর পরিবারের অন্যান্য সদস্যদের শরীরে এই ভাইরাস আছে কিনা তার পরীক্ষা করা হয় এবং যেখানে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পরিবেশ থেকে দূরে থাকতে বলা হয়।
  • কোন কোন ক্ষেত্রে, রোগীকে আলাদা করে রাখা হয় যাতে সংক্রমণ ছড়াবার কোনো সম্ভাবনা  না থাকে।



তথ্যসূত্র

  1. Direct (Elsevier) [Internet]; CTL epitopes for influenza A including the H5N1 bird flu; genome-, pathogen-, and HLA-wide screening
  2. Ron A. M et al. Avian influenza A virus (H7N7) associated with human conjunctivitis and a fatal case of acute respiratory distress syndrome. Proceedings of the National Academy of Sciences Feb 2004, 101 (5) 1356-1361
  3. Looi FY et al. Creating Disease Resistant Chickens: A Viable Solution to Avian Influenza?. Viruses. 2018 Oct 15;10(10). pii: E561.PMID: 30326625
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Information on Avian Influenza
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Avian Influenza in Birds