করোনারি আর্টারি ডিজিজ (সিএডি) - Coronary Artery Disease (CAD) in Bengali

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 30, 2018

March 06, 2020

করোনারি আর্টারি ডিজিজ
করোনারি আর্টারি ডিজিজ

করোনারি হার্টের রোগ বলতে কি বোঝায়?

যে সমস্ত ধমনীগুলি হৃৎপিণ্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহ করে, সেগুলির ভিতরকার পথ সংকীর্ণ হয়ে যাওয়ার অবস্থাকে করোনারি হার্টের রোগ বলে। এই সমস্যা করোনারি আর্টারি রোগ নামেও পরিচিত এবং হার্টের অসুখ বা হৃদরোগের মধ্যে এটিই সবচেয়ে বেশি দেখা যায়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

কোনও কোনও ব্যক্তির মধ্যে এই রোগটির লক্ষণ সবসময় পরিষ্কার ভাবে বোঝা নাও যেতে পারে। রোগটি হওয়ার একদম প্রথম দিকের দশায় সাধারণত এমনই ঘটে।

করোনারি হার্টের রোগে অন্তর্ভুক্ত যেসব লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায়:

এর প্রধান কারণগুলি কি কি?

যেসব রক্তবাহিকাগুলি হৃৎপিণ্ড এবং শরীরের অন্যান্য অংশে রক্ত ও অক্সিজেন সংবহন করে, সেগুলির ভিতরকার দেওয়ালে অবাঞ্ছনীয় পদার্থের স্তর জমে পথ সংকীর্ণ হয়ে পড়াই করোনারি হার্টের রোগের প্রধান কারণ। ফ্যাট জাতীয় পদার্থ থেকে তৈরি অবাঞ্ছিত স্তরের পরত জমে গিয়ে ধমনীর ভেতরে দেওয়ালকে সরু ও শক্ত করে দেয়। হৃৎপিণ্ডে রক্ত সংবহনকারী ধমনীর ওপর প্রভাব পড়ায় হৃৎপিণ্ডে রক্ত সংবহনের গতিও কমে যায় আর তার ফলে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়।

কিভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়?

করোনারি হার্টের রোগ নির্ধারণের জন্য চিকিৎসক নিম্নলিখিত পরীক্ষাগুলি করতে বলতে পারেন:

  • হৃৎপিণ্ড ও ফুসফুসের অবস্থা জানার জন্য বুকের এক্স-রে
  • এক্সারসাইজ স্ট্রেস টেস্ট, শরীর চর্চার সময় হৃদগতি ও তার ক্রিয়াকলাপ জানার উদ্দেশ্যে
  • ইকোকার্ডিওগ্রাম - আল্ট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের ছবি তোলা
  • কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন - হৃৎপিণ্ডের কার্যক্ষমতা নির্ধারণ করার জন্য
  • হৃৎপিণ্ডে কোনও ব্লকেজ আছে কি না, তা জানার জন্য করোনারি অ্যাঞ্জিওগ্রাম,

করোনারি হার্টের রোগের সম্ভাবনা কমাতে পারে যে সমস্ত উপায়গুলি সেগুলি হল:

  • জীবনশৈলীর পরিবর্তন, যেমন কম ফ্যাটযুক্ত অথচ সুষম আহার, কর্মঠ জীবনধারা, ধূমপান না করা, নিয়মিত শরীর-স্বাস্থ্যের পরীক্ষা করানো এই রোগের সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেয়।
  • এই রোগ হওয়ার যাঁদের এমনিতেই যথেষ্ট সম্ভাবনা আছে তাঁরা কোলেস্টেরল-এর মাত্রা, উচ্চ রক্তচাপ কমানোর এবং অনিয়মিত হৃৎস্পন্দন ঠিক করার ওষুধ খেয়ে নিজেদের রোগ উপশম করতে পারেন।

স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পাশাপাশি উপসর্গগুলিকে আয়ত্তে আনতে ওষুধ প্রয়োগের মতো বিষয়গুলিও করোনারি হার্টের রোগের চিকিৎসা মধ্যে পড়ে।

করোনারি হার্টের রোগের চিকিৎসায় কিছু প্রক্রিয়ার অনুসরণ ও অস্ত্রোপচারও করতে হতে পারে:

  • অ্যাঞ্জিওপ্লাস্টি (স্টেন্ট বসানো)
  • করোনারি ধমনীর বাইপাস অপারেশন
  • কম কাটাচেরা করা হয় এমন হার্ট সার্জারি



তথ্যসূত্র

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Coronary heart disease
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Coronary Artery Disease (CAD)
  3. Healthdirect Australia. Coronary heart disease and atherosclerosis. Australian government: Department of Health
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Heart Disease Facts
  5. National Health Portal. Coronary Heart Disease. Centre for Health Informatics; National Institute of Health and Family Welfare

করোনারি আর্টারি ডিজিজ (সিএডি) জন্য ঔষধ

Medicines listed below are available for করোনারি আর্টারি ডিজিজ (সিএডি). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.