myUpchar प्लस+ के साथ पूरेे परिवार के हेल्थ खर्च पर भारी बचत

পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ কি?

পেরিফেরাল ভাস্কুলার (বা ধমনীয়) ডিজিজ (পিভিডি) এমন একটি অবস্থা যেখানে রক্তনালি যা দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে তার লুমেনে কোলেস্টেরল জমে যাওয়ার ফলে সরু হয়ে যায়। সাধারণত পা আর শ্রোনীর ধমনী সবথেকে বেশী আক্রান্ত হয়। যদি চিকিৎসা না করা হয় তাহলে এটা প্রাণঘাতী হতে পারে এবং তার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনরকম উপসর্গ দেখা যায় না। কিন্তু নিচে লেখা উপসর্গগুলি কোনও কোনও ক্ষেত্রে দেখা যেতে পারে:

 • পায়ের অসারতা বা পায়ে ব্যথা
 • পায়ের কোনও আঘাত সারতে সময় লাগা বা কখনও কখনও সেরে উঠতে ব্যর্থ হওয়া।
 • ফ্যাকাসে বা নীলাভ চামড়া।
 • পায়ের নখের বৃদ্ধি ব্যহত হওয়া।
 • পায়ের লোমের বৃদ্ধি ব্যহত হওয়া।
 • দুটো পায়ে তাপমাত্রা আলাদা হওয়া।
 • নপুংসকতা (ইরেক্টাইল ডিসফাংশন)

এর প্রধান কারণগুলি কি কি?

পিভিডির একটা প্রধান কারণ হল অ্যাথেরোস্ক্লেরোসিস যার জন্য রক্ত নালিতে কোলেস্টেরল জমা হতে শুরু করে। পিভিডির অন্যান্য কারণগুলি হলো:

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে পিভিডির নির্ণয় করা হয়:

 • প্রাথমিক পরীক্ষা।
 • বিস্তারিত মেডিক্যাল ইতিহাসের অধ্যায়ন।
 • শারীরিক পরীক্ষা যেমন, অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স।
 • অন্যান্য পরীক্ষা, টো-টিপ ট্রেডমিল এক্সারসাইজ পরীক্ষা।
 • ম্যাগনেটিক রেজোন্যান্স অ্যাঞ্জিওগ্রাফি।
 • কম্পিউটেড টোমোগ্রাফি অ্যাঞ্জিওগ্রাফি।
 • পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাম।
 • ডপলার আল্ট্রাসাউন্ড।

জীবনযাত্রার পরিবর্তন করে, ওষুধের সাহায্যে বা এই দুইয়ের সমন্বয়ে এই রোগের চিকিৎসা করা হয়। রোগের গুরুতর পর্যায়ে ওষুধে কাজ না হলে অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়।

নিচে জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হলো:

 • ধূমপান ত্যাগ করে।
 • নিয়মিত ব্যয়াম করে।
 • স্ট্রেস ম্যানেজমেন্ট
 • মনোযোগ অনুশীলন।
 • ডায়াবেটিস ম্যানেজমেন্ট।
 • রক্তচাপ ম্যানেজমেন্ট।

যেসমস্ত ওষুধ প্রেসক্রাইব করা হয় তা হলো:

 • কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ।
 • অ্যান্টিপ্লেটলেট রক্তের জমাট বাঁধা আটকাতে।
 • উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ।

পিভিডির চিকিৎসার জন্য অস্ত্রোপচারের পদ্ধতি:

 • এথেরেকটমি- প্লাক বা রক্তপিন্ড অপসারণ করা।
 • বাইপাস- রক্তপ্রবাহের জন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয় একটি সুস্থ রক্তনালীর থেকে কিছুটা অংশ কেটে যুক্ত করে।
 • বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি।
 1. পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ জন্য ঔষধ

পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ জন্য ঔষধ

পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

Medicine NamePack SizePrice (Rs.)
ClopitorvaClopitorva 10 Mg/75 Mg Capsule155.5
Clopitab AClopitab A 150 Mg/75 Mg Capsule57.5
Rosave TrioRosave Trio 10 Mg Tablet140.0
Atorfit CvAtorfit Cv 10 Mg/75 Mg Capsule140.0
ClavixClavix 150 Mg Tablet97.0
ClopitabClopitab 150 Mg Tablet74.0
Rosutor GoldRosutor Gold 75 Mg/10 Mg/75 Mg Tablet143.0
Rosave CRosave C 10 Mg/75 Mg Capsule150.0
Rosufit CvRosufit Cv 10 Mg/75 Mg Tablet171.0
Deplatt CvDeplatt Cv 20 Capsule66.0
Ecosprin GoldEcosprin Gold 10 Tablet74.5
Deplatt ADeplatt A 150 Tablet34.3
DeplattDeplatt 150 Mg Tablet126.0
EcoroseEcorose 10 Capsule50.0
Roseday GoldRoseday Gold 10 Mg Tablet130.0
Rosumac GoldRosumac Gold 75 Mg/10 Mg/75 Mg Capsule142.75
Rosycap GoldRosycap Gold 150 Mg/10 Mg/75 Mg Capsule108.85
Rozanex GoldRozanex Gold Capsule123.81
Jupiros GoldJupiros Gold 10 Mg Capsule120.0

আপনার অথবা আপনার পরিবারে কারোর কি এই রোগ আছে? দয়া করে একটা সমীক্ষা করুন এবং অন্যদের সাহায্য করুন।

और पढ़ें ...