আর্টিকেরিয়া পিগমেনটোসা - Urticaria Pigmentosa in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 04, 2019

March 06, 2020

আর্টিকেরিয়া পিগমেনটোসা
আর্টিকেরিয়া পিগমেনটোসা

আর্টিকেরিয়া পিগমেন্টোসা কাকে বলে?

আর্টিকেরিয়া পিগমেন্টোসা হল ত্বকের একটি অসুখ যার ফলে ত্বকে প্রচণ্ড চুলকানি ও গাঢ় ছোপের সৃষ্টি হয়। আক্রান্ত ত্বক ঘষা হলে এটি লাল চাক চাক ফোলার প্রবণতা দেখায়। এটি সাধারণত শিশুদের মধ্যে দেখা যায়, তবে পূর্ণবয়স্করাও এতে আক্রান্ত হতে পারে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?

যদিও এই রোগের উপসর্গ একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে, এর প্রধান উপসর্গটি হল ত্বকের উপর বাদামি ছোপ তৈরি হওয়া। ট্রিগার ফ্যাক্টরের উপস্থিতিতে হিস্টামিনের প্রভাবে এই ছোপগুলি লালচে উঁচু গোটাতে (ডেরিয়ার সাইন) বদলে যায়। শিশুদের ক্ষেত্রে সাধারণত ত্বক চুলকানোর পরে তরল ভর্তি ফোস্কা দেখা দেয়। মুখে দ্রুত লালভাব ছড়িয়ে পড়া উপসর্গটিও এতে দেখতে পাওয়া যায়।

রোগটির গুরুতর পর্যায়ে যে উপসর্গগুলি দেখা যায় তা হল:

এর প্রধান কারণগুলি কি কি?

আর্টিকেরিয়া পিগমেন্টোসা রোগটি ঘটার প্রধান কারণ হল ত্বকে অতিরিক্ত প্রদাহমূলক কোষের (মাস্ট কোষ - অনাক্রম্য তন্ত্রের যে কোষগুলি হিস্টামিন উৎপাদন ও ক্ষরণের মাধ্যমে দেহকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে) উপস্থিতি। হিস্টামিনের প্রভাবে টিস্যুতে ফোলাভাব ও প্রদাহের সৃষ্টি হয়। নিচে উল্লেখ করা ঘটনাগুলি হিস্টামিনকে সক্রিয় করে তুলতে পারে:

  • শারীরিক অনুশীলন।
  • রোদ বা ঠান্ডার সংস্পর্শ।
  • অত্যধিক মসলাদার খাবার খাওয়া বা গরম তরলপান অথবা মদ্যপান।
  • ত্বকের ঘর্ষণ।
  • সংক্রমণ
  • মাদকদ্রব্য, যেমন নন-স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ (অ্যাসপিরিন), অ্যানেস্থেটিক (অনুভূতিনাশক) ওষুধ, মদ।

কিভাবে এটি নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

চিকিৎসক ত্বকের সম্পূর্ণ পরীক্ষা করবেন এবং ডারিয়ার'স সাইনের সন্ধান করবেন। এর পরে যে পরীক্ষাগুলি করা হতে পারে সেগুলো নিচে দেওয়া হল:

  • রক্ত পরীক্ষা।
  • কমপ্লিট ব্লাড কাউন্ট।
  • রক্তে ট্রিপটেজের (মাস্ট কোষে উপস্থিত উৎসেচক) মাত্রা।
  • মূত্রে হিস্টামিনের পরিমাণ।
  • মাস্ট কোষের সংখ্যা জানার জন্য ত্বকের বায়োপ্সি।

আর্টিকেরিয়া পিগমেন্টোসা রোগটি নিয়ন্ত্রণের জন্য যে চিকিৎসা পদ্ধতিগুলো অবলম্বন করা হয় তারা হল:

  • চুলকানি ও লালভাব কমানোর জন্য চিকিৎসকের নির্দেশ অনুযায়ী অ্যান্টিহিস্টামিনিক ওষুধ গ্রহণ।
  • ত্বকের উপর স্থানীয়ভাবে কর্টিকোস্টেরয়েড প্রয়োগ।
  • মাস্ট কোষের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ডাইসোডিয়াম ক্রোমোগ্লাইকেট খাওয়া, যা পরবর্তীতে হিস্টামিনের ক্ষরণ কমায়।
  • লাইট বা লেসার থেরাপি।



তথ্যসূত্র

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urticaria pigmentosa
  2. British Association of Dermatologists. Urticaria pigmentosa. [Internet] Skin Support
  3. Macri A, Cook C. Urticaria Pigmentosa (Cutaneous Mastocytosis). [Updated 2019 Apr 11]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  4. British Association of Dermatologists. URTICARIA PIGMENTOSA. [Internet]
  5. National Health Portal [Internet] India; Urticaria

আর্টিকেরিয়া পিগমেনটোসা জন্য ঔষধ

Medicines listed below are available for আর্টিকেরিয়া পিগমেনটোসা. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.