পা ভাঙা - Fractured Foot in Bengali

Dr. Nadheer K M (AIIMS)MBBS

December 01, 2018

July 31, 2020

পা ভাঙা
পা ভাঙা

পা ভাঙা কাকে বলে?

পা ভেঙে যাওয়া সাধারণ হাড় ভেঙে যাওয়া ঘটনার মধ্যে অন্যতম একটি। পা 26 টি হাড়ের সমন্বয়ে গঠিত, যা সরাসরি আঘাত বা দুর্ঘটনার কারণে ভেঙে যেতে পারে। পা-এর হাড় ভাঙা সাধারণ ভাবে ভুল ভাবে পা ফেলা অথবা পড়ে যাওয়া থেকেও ঘটতে পারে, যেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। সবচেয়ে বেশি পা ভাঙা দেখা যায় পায়ের আঙুলে (ফ্যালানজেস)। তারপরেই রয়েছে মেটাটারসাল ফ্র্যাকচার (পাঁচটি হাড়, যেগুলি পায়ের আঙুলের ফ্য়ালানজেস মধ্যে আর পায়ের পিছন ও মধ্য হাড়ের মাঝখানে রয়েছে)। সবচেয়ে বেশি মেটাটারসাল ফ্র্যাকচার হয় পঞ্চম মেটাটারসাল হাড়ে, যেটা পায়ের কড়ে আঙুলের সাথে যুক্ত।

এর প্রধান লক্ষণ উপসর্গ কি কি?

পা ভাঙার খুব সাধারণ কিছু উপসর্গ হল:

  • ব্যথা
  • ভাঙা জায়গায় ফোলা
  • ভাঙা পা নড়াচড়া করতে অসুবিধা

অন্যান্য উপসর্গগুলি হল:

  • পায়ের ভাঙা অংশের আশেপাশে প্রসারিত স্থানে কালশিটে পরা অথবা বিবর্ণ ভাব
  • হাঁটার সময় অথবা ভারি কিছু তোলার সময় ব্যথা
  • কায়িক পরিশ্রমের সময় ব্যথা বাড়া আর বিশ্রামের সময় কমে যাওয়া
  • আবেগপ্রবণতা
  • অঙ্গবিকৃতি

এর প্রধান কারণগুলি কি কি?

পা ভাঙার সাধারণ কারণগুলি হল:

সরাসরি আঘাত অথবা জখম: যানবাহন দূর্ঘটনার ক্ষেত্রে পিষে গিয়ে লাগা আঘাত, হোঁচট খেয়ে পড়া অথবা পড়ে যাওয়া, উঁচু স্থান থেকে ঝাঁপ দেওয়া ও পায়ের ওপর ভর দিয়ে পড়ার ফলে চোট লাগা, আবার পায়ে ভারি কিছু পড়াও, পা ভাঙার কারণ হতে পারে।

অন্যান্য কারণগুলি হল:

  • বারবার আঘাত লাগা অথবা অতিরিক্ত ব্যবহারের ফলে চাপ জনিত কারণে ভেঙে যেতে পারে
  • ভুল্ভাবে পা ফেলার জন্য ভাঙন
  • হাঁটার সময় পায়ের আঙুল আসবাবের কোনও অংশ/ ভারি কোনও বস্তুর সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে লাগা আঘাত
  • গোড়ালি মোচকে যাওয়ার কারণে পা ভাঙতে পারে

এর রোগ নির্ণয় চিকিৎসা কিভাবে করা হয়?

রোগ নির্ণয়ের জন্য পায়ের হাড় ও সন্ধিস্থলের পরীক্ষা করা হয়। আঘাতস্থলে হাত দিয়ে পরীক্ষা এবং নিউরোভাস্কুলার পরীক্ষা (পায়ের স্নায়ুগুলির পরীক্ষা ও শিরা-ধমনীগুলির পরীক্ষা) করে পা ভাঙা মূল্যায়ন করা হয়।

যেসব পরীক্ষা প্রয়োজন:

  • এক্স-রে
  • আলট্রাসোনোগ্রাফি

আরোগ্যের সম্ভাবনা ও চিকিৎসা নির্ভর করে কোথায় ভেঙেছে ও কতটা মারাত্মকভাবে ভেঙেছে তার উপর। সেই মতো, সেরে উঠতে চার সপ্তাহ থেকে 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

স্প্লিন্টস্‌ বা বন্ধফলক ও কাস্ট বা যথাযথ আবরনী এবং তার সাথে শারিরীক কাজকর্মে বাধানিষেধ বেশিরভাগ ক্ষেত্রে ভাঙা হাড় সারিয়ে তোলে।

একটা ভাঙা পায়ের আঙুল অন্য আরেকটি আঙুলের সাথে একত্র করে বেঁধে দেওয়া হয় চাপ ও ব্যথা কমানোর জন্য।

যদি ভেঙে যাওয়া অংশ বিকৃত হয় অথবা জায়গা থেকে সরে যায়, আপনার ডাক্তার তাহলে সেটাকে কমিয়ে ও সঠিক অবস্থায় এনে দেবেন আপনাকে অ্যানাসথেসিয়া বা অবচেতন করার পর। যদি হাড়ের ভেঙে যাওয়াটা বাইরে থেকেও দেখা যায় অর্থাৎ উপরের ত্বকও ক্ষতিগ্রস্ত হয়, তখন নিরাময়ের জন্য সার্জারি বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

পায়ের গোড়া এবং খাঁজের মাঝখানে অবস্থিত পঞ্চম মেটাটারসাল হাড়ে যে ফুট ফ্র্যাকচার হয়, তাকে জোন্স ফ্র্যাকচার বলে। এই ধরনের পা ভাঙার ক্ষেত্রে সেরে উঠতে দেরি হয় এবং সার্জারির প্রয়োজন পড়ে।

স্ব-যত্ন:

আঘাত পাওয়া স্থানটি উপরে তুলে রাখতে হবে:

  • ব্যথা কমাতে ঠাণ্ডা সেঁক নিন
  • ভারি জিনিস ওঠানো কমান



তথ্যসূত্র

  1. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont, Illinois. Toe and Forefoot Fractures.
  2. MedlinePlus Medical: US National Library of Medicine; Metatarsal fracture (acute): Aftercare
  3. Cedars-Sinai Medical Center. Ankle Fractures. Los Angeles, California. [internet].
  4. Barts Health. Patient information: Ankle or foot fracture. National health service. [internet].
  5. American Academy of Family Physicians [Internet]. Kansas, United States; Diagnosis and Management of Common Foot Fractures