হিস্টোপ্লাস্মোসিস - Histoplasmosis in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 26, 2019

March 06, 2020

হিস্টোপ্লাস্মোসিস
হিস্টোপ্লাস্মোসিস

হিস্টোপ্লাস্মোসিস কি?

হিস্টোপ্লাস্মোসিস, যাকে ডার্লিং রোগও বলে, হল একটি ছত্রাকঘটিত সংক্রমণ যা হিস্টোপ্লাস্মা ক্যাপসুলাটাম নামক ছত্রাকের কারণে হয়, এটি মিসিসিপি আর ওহিও নদী উপত্যকায় বিপুল আকারে দেখা যায় এবং উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায়। এই রোগ মধ্য এবং দক্ষিণ মার্কিন যুক্তনরাষ্ট্রে, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়াতেও উপস্থিত আছে।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলো কি কি?  

সাধারণত, হিস্টোপ্লাস্মোসিসের খুবই অল্প বা কোন উপসর্গই অনুভব করা যায় না।

হিস্টোপ্লাস্মোসিসের যেসব লক্ষণ এবং উপসর্গগুলি দেখা যায় সেগুলি হল:

এর প্রধান কারণগুলি কি কি?  

হিস্টোপ্লাস্মোসিস একটি ছত্রাকের সংক্রমণ ঘটিত রোগ, যার নাম হিস্টোপ্লাস্মা ক্যাপসুলাটাম। এটা সাধারণত হয় বাতাস দ্বারা বাহিত হিস্টোপ্লাস্মা ছত্রাকের বীজগুটি নিঃশ্বাসের সাথে গ্রহণ করার ফলে।

সংক্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই তখনই হয় যখন বীজগুটিগুলি পাখির মল থেকে বাতাস দ্বারা বাহিত হয় বিশেষত ঝাড়ু দেবার সময়।

ঝুঁকির কারণগুলি হল:

  • কৃষক বা কর্মী যারা গাছ কাটার বা উচ্ছেদ করার কাজের সঙ্গে যুক্ত তাঁদের বেশী ঝুঁকি থাকে এই রোগ হওয়ার, কারণ বীজগুটিগুলি বেশিরভাগ সময় মাটিতেই পাওয়া যায়।
  • যারা মিসিসিপি আর ওহিও নদী উপত্যকা এবং উত্তর-পুর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে তাঁরা সাধারণত হিস্টোপ্লাস্মোসিসে আক্রান্ত হয় কারণ এই ছত্রাক এই জায়গাগুলির মাটিতে ছড়িয়ে থাকে।
  • শিশু ও যেসব ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাঁরাও এই রোগে গুরুতরভাবে আক্রান্ত হয়।

এটি কিভাবে নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

হিস্টোপ্লাস্মোসিস নির্ণয় করার জন্য চিকিৎসাগত এবং ভ্রমণের ইতিহাস জানা, ডাক্তারি পরীক্ষা ও পরীক্ষাগারে গবেষণার দ্বারা উপসর্গুলির মুল্যায়ণ করা দরকার।

গবেষণার অন্তর্গত হল:

  • হিস্টোপ্লাস্মা অ্যান্টিজেন সনাক্ত করার জন্য রক্ত ও মূত্র পরীক্ষা
  • বুকের এক্স-রে আর সিটি স্ক্যান
  • থুতু পরীক্ষা
  • ফুসফুসের বায়োপসি

হিস্টোপ্লাস্মোসিসের চিকিৎসা ও তাতে কতটা সময় লাগবে তা নির্ভর করে রোগের তীব্রতার ওপর।

যদি রোগের প্রকোপ লঘুপ্রকারের হয় তাহলে তা নির্দিষ্ট কোন চিকিৎসা ছাড়াই ঠিক হয়ে যায়।

মাঝারি থেকে গুরুতর অবস্থার ক্ষেত্রে,আপনার ডাক্তার আপনাকে ছত্রাকনাশক ওষুধ নিতে বলবেন যা সেবনও করা যায় বা শিরায় প্রয়োগের মাধম্যেও দেওয়া হয়।



তথ্যসূত্র

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Histoplasmosis.
  2. American Thoracic Society. [Internet]. United States. 1905; Histoplasmosis.
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Histoplasmosis.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; About Histoplasmosis.
  5. Carol A. Kauffman. Histoplasmosis: a Clinical and Laboratory Update. Clin Microbiol Rev. 2007 Jan; 20(1): 115–132. PMID: 17223625