ইকথাওসিস - Ichthyosis in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 26, 2019

March 06, 2020

ইকথাওসিস
ইকথাওসিস

ইকথাওসিস কি?

ইকথাওসিস হলো ত্বকের একটি জিনগত রোগ, যার ফলে শরীরের ত্বক শুষ্ক এবং আঁশের মতো হয়ে যায়। এটির দ্বারা যে কোনো বয়সের, জাতির, এবং লিঙ্গের মানুষ আক্রান্ত হতে পারে এবং এটি সাধারণত জন্মের সময় বা জন্মের এক বছরের মধ্যে হয়ে থাকে, যা সারা জীবনের জন্য থেকে যায়।

এটির প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

ইকথাওসিসের প্রকারের উপর নির্ভর করে তার লক্ষণ এবং উপসর্গগুলি পরিবর্তিত হয়।

  • ইকথাওসিস ভালগারিস – এই সবচেয়ে সাধারণ ধরণের ইকথাওসিস এবং এটির উপসর্গগুলি জন্মের প্রথম বছর থেকেই লক্ষ্য করা যায়। ত্বক শুষ্ক, রুক্ষ এবং আঁশের মতো হয়ে যায় এবং হাতের তালু এবং পায়ের তলায় স্বাভাবিকের থেকে বেশি রেখা দেখা যায় এবং তার সঙ্গে ত্বক মোটা হয়ে যায়। মুখে এবং হাতের কনুই আর হাঁটুর ভাঁজে এর কোনও প্রভাব পড়ে না।  
  • এক্স-যুক্ত ইকথাওসিস বেশিরভাগ পুরুষদের উপর প্রভাব ফেলে এবং তার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এবং ঘাড়ের ত্বক আঁশের মতো হয়ে যায়।
  • হার্লেকুইন ইকথাওসিস – এটি বিরল প্রকারের এবং এটির কারণে ত্বকে অনেক বেশী আঁশের মতো দাগ দেখা যায়।
  • শরীরে ঘাম না হওয়ার ফলে ঘন ঘন শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং জ্বর আসে।
  • চেহারার সমস্যার কারণে কিছু মানসিক সমস্যা দেখা দেয় যেমন আত্মবিশ্বাস কমে যাওয়া।  

এর প্রধান কারণগুলি কি কি?

জিনগত পরিবর্তন যেগুলি বাবা-মায়ের থেকে বাচ্চাদের মধ্যে প্রবেশ করে সেগুলিই ইকথাওসিসের জন্য দায়ী। কিছু ক্ষেত্রে, বাবা-মা ত্রুটিযুক্ত জিনের বাহক হয়, এর মানে এই যে তাদের শরীরে এই ত্রুটিযুক্ত জিনটি রয়েছে তবে এই রোগ তাদের হয়নি। তবে, যখন বাবা-মা দুজনেই এই জিনের বাহক হয়, সেক্ষেত্রে শিশুটির এই রোগটি হয়। ইকথাওসিস ক্যান্সার থেরাপির কিছু নির্দিষ্ট ওষুধের থেকেও হতে পারে।

যে জিনটিতে ত্রুটি আছে সেটি ত্বককে নতুন ভাবে জন্মাতে সমস্যা সৃষ্টি করে। হয় নতুন ত্বকের কোষ খুব তাড়াতাড়ি গঠিত হয় বা পুরোনো ত্বক খুব ধীরে ধীরে ঝরতে থাকে যার ফলে ত্বক খসখসে আঁশের মতো হয়ে যায়।

এটি কিভাবে নির্ণয় করা হয় এবং এর  চিকিৎসা কি?

ডাক্তার বেশিরভাগ সময়েই ত্বকের পরিবর্তন দেখে ইকথাওসিস নির্ণয় করেন। তিনি আপনার চিকিৎসাগত এবং পারিবারিক ইতিহাস সম্পর্কে বিশদে জানতে চাইতে পারেন। ত্বকের বায়োপসি করা হতে পারে অন্যান্য ত্বকের রোগ থেকে ইকথাওসিসকে আলাদা করার জন্য।

এই রোগ সারানোর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। চিকিৎসার প্রাথমিক লক্ষ্য হলো ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের আদ্রতা বজায় রাখা। ঘন ঘন স্নান, স্নানের সময় আঁশের মতো নরম চামড়াগুলি তুলে ফেলা, স্নানের ঠিক পরেই ত্বকে ময়শ্চারাইজার লাগানো, এবং উন্মুক্ত ক্ষতগুলির উপর পেট্রোলিয়াম জেলি লাগালে এই অবস্থা থেকে কিছুটা আরাম পাওয়া যেতে পারে।



তথ্যসূত্র

  1. National Health Service [Internet]. UK; Ichthyosis
  2. British Association of Dermatologists [Internet]. London, UK; Ichthyosis.
  3. American Academy of Dermatology. Illinois, US; Ichthyosis vulgaris
  4. Foundation for Ichthyosis and Related Skin Types. What is Ichthyosis?. Pennsylvania, US State. [internet].
  5. American Academy of Dermatology. Rosemont (IL), US; Ichthyosis vulgaris