myUpchar प्लस+ के साथ पूरेे परिवार के हेल्थ खर्च पर भारी बचत

সারাংশ

ম্যালেরিয়া হচ্ছে মশা বাহিত একটি সাধারণ ব্যাধি। পরিজীবী প্লাসমোডিয়াম-এর কারণে এটি ছড়ায়। মশা এই রোগ বহন করে থাকে। সারা বিশ্বে মানুষের মারণরোগের ক্ষেত্রে এটি অন্যতম প্রধান কারণ। মেয়ে মশা মানুষকে কামড়ালে এই পরজীবী মানুষের দেহে প্রবেশ করে এবং জ্বর, মাথাব্যাথা, বমির মত উপসর্গ দেখা যায়। উপযুক্ত সময়ে নির্ণীত হলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য ব্যাধি। নির্ণয় এবং চিকিৎসার দেরি হলে, সংক্রমণ চূড়ান্ত অবস্থায় পৌঁছলে জটিল পরিস্থিতি হতে পারে। ম্যালেরিয়াজনিত কারণে অধিকাংশ মৃত্যুর কারণ হল, সময়মত সঠিক রোগ নির্ণিত না হওয়া এবং উপযুক্ত চিকিৎসায় বিলম্ব হওয়া। 5 ধরনের প্লাসমোডিয়াম পরজীবী আছে যা থেকে ম্যালেরিয়ার সংক্রমণ হতে পারে। যে চার ধরনের ম্যালেরিয়া আছে তার মধ্যে প্রতি বছর  90% আক্রান্ত ব্যক্তি মৃত্যুর মুখে পড়েন প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম- পরজীবীর জন্য।

 1. ম্যালেরিয়া কি - What is Malaria in Bengali
 2. ম্যালেরিয়া এর উপসর্গ - Symptoms of Malaria in Bengali
 3. ম্যালেরিয়া এর চিকিৎসা - Treatment of Malaria in Bengali
 4. ম্যালেরিয়া জন্য ঔষধ
 5. ম্যালেরিয়া ৰ ডক্তৰ

ম্যালেরিয়া কি - What is Malaria in Bengali

প্রতি বছর ম্যালেরিয়ার কারণে 800,000 মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সমীক্ষা বলছে, ম্যালেরিয়ার কারণে প্রতি 45 সেকেন্ডে একটি করে শিশুর মৃত্যু হয়। এই রোগের ইতিহাস সুপ্রাচীন, এবং সুদূর 6000 BC তেও একই ধরনের জ্বরের উল্লেখ পাওয়া যায়। এটি খুবই সাধারণ এবং বহু এলাকায়, বিশেষত গ্রীষ্মপ্রধান দেশের বিস্তৃত এলাকায় ছড়ানো একটি রোগ। 

জানা গিয়েছে, ম্যালেরিয়ার উদ্ভব আফ্রিকায়, এবং সেখান থেকে এই সংক্রমণ বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়েছে। মানবজাতির ক্ষেত্রে এটি একটি মারণঘাতী রোগ হিসাবে দেখা দিয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ম্যালেরিয়া সম্ভবত বানর প্রজাতি থেকে মানব প্রজাতিতে এসেছে। জানা যায় (P.falciparum)  পি ফ্যালসিপেরাম  পরজীবীটি গরিলাদের থেকে এসেছে। প্রতি বছর প্রায় 500 মিলিয়ন ম্যালেরিয়া সংক্রমণের ঘটনা ঘটে, যার মধ্যে 85% হয় আফ্রিকার সাহারা মরু অঞ্চলে, এবং আফ্রিকায় যত ম্যারিয়া সংক্রমণ হয় তার 85% ম্যালেরিয়ার একটিই শ্রেণি, পি ফ্যালসিপেরাম   থেকে হয়ে থাকে।   .

ম্যালেরিয়া কী?

ম্যালেরিয়া একটি সাধারণ সংক্রমণ, যা মারণরোগ হতে পারে। গ্রীষ্মপ্রধান বহু দেশে এবং আফ্রিকা, এশিয়া, এবং দক্ষিণ আমেরিকার গ্রীষ্মপ্রধান এলাকায় এটি ভীষণভাবে ছড়িয়ে আছে। পরজীবী প্লাসমোডিয়াম-এর কারণে এটি ছড়ায়। প্লাসমোডিয়াম-এর পাঁচটি প্রজাতি ম্যালেরিয়া ছড়ায়, পি ফ্যালসিপেরাম, পি ভাইভ্যাক্স, পি ওভালে, পি কোলেস এবং পি ম্যালারিয়ে মেয়ে অ্যানোফিলিস মশা(যা হচ্ছে রোগের বাহক বা ভেক্টর) মানুষকে কামড়ালে পরজীবীটি সংক্রমিত হয়। একবার পরজীবীটি মানুষের রক্তে প্রবেশ করলে তা বেড়ে ওঠে এবং যকৃতে তার বৃদ্ধি হতে শুরু করে এবং তারপর এটি লোহিত রক্তকণিকা আক্রমণ করে তাদের ধ্বংস করে।

ম্যালেরিয়া এর উপসর্গ - Symptoms of Malaria in Bengali

ম্যালেরিরার উপসর্গ দু’টি শ্রেণিতে ভাগ করা আছে- সরল এবং জটিল বা প্রবল। 

সরল ম্যালেরিয়ার উপসর্গ

সরল ম্যালেরিয়ায় আক্রান্ত হলে ম্যালেরিয়ার বৈশিষ্ট্যপূর্ণ সমস্ত উপসর্গই বেখা যায়, কিন্তু এই সমস্ত উপসর্গের সঙ্গে জটিল সংক্রমণের উপসর্গগুলি থাকে না এবং শরীরের প্রধান অঙ্গগুলির ক্ষতি হয় না।

সরল ম্যালেরিয়ার চিকিৎসা না হলে তা জটিল আকার ধারণ করে। যে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাঁর জটিল ম্যালেরিয়া হতে পারে। ম্যালেরিয়ার উপসর্গ 6 থেকে 10 ঘণ্টা থাকে এবং একদিন অন্তর এই উপসর্গ ফিরে ফিরে আসে। পরজীবীর প্রকৃতির ওপর এই উপসর্গগুলি পরিবর্তিত হতে পারে, কোনও কোনও সময়ে মিশ্র উপসর্গও দেখা যায়।

 সরল ম্যালেরিয়ার উপসর্গ নিম্নলিখিত পর্যায়ে বাড়ে:

 • কাঁপুনির সঙ্গে শীত ভাব।
 • খুব বেশি জ্বর, মাথাব্যাথা, এবং বমি।
 • কম বয়সী রোগীদের তড়কা হতে পারে।
 • ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া এবং ক্লান্তি এবং অবসন্ন বোধ। (আরও পড়ুন- ক্লান্তি)  

জটিল ম্যালেরিয়ার উপসর্গ

জটিল ম্যালেরিয়ায় যে সব উপসর্গ দেখা যায় তাতে বোঝা যায় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জটিল ম্যালেরিয়ার কিছু বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ হল:

 • জ্বর এবং কাঁপুনি।
 • জেগে থাকা এবং সচেতনতা হ্রাস পাওয়া থেকে অচেতনতার সমস্যা।
 • উপুড় হয়ে শোবার ইচ্ছা (বুক নিচে করে পশ্চাদ্দেশ ওপরে করে)।
 • গভীরভাবে শ্বাস নেওয়া, শ্বাস নেওয়ার অসুবিধা।
 • রক্তাল্পতার অভাস, যেমন ক্লান্তি এবং সাধারণ দুর্বলতা।
 • জন্ডিসের চিহ্ন, যেমন চোখের সাদা অংশ এবং নখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং অতিরিক্ত হলুদ বর্ণ হয়ে যাওয়া।

চিকিৎসা না হলে জটিল ম্যালেরিয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

ম্যালেরিয়ার উপসর্গের সঙ্গে সাধারণ ফ্লু - বা ভাইরাল জ্বরের উপসর্গের মিল আছে এবং যাঁরা আগে আক্রান্ত হননি, তাঁদের ক্ষেত্রে রোগ নির্ণয় সমস্যা থাকে।

ম্যালেরিয়া এর চিকিৎসা - Treatment of Malaria in Bengali

ম্যালেরিয়া বিরোধী ওষুধের (অ্যান্টি ম্যালেরিয়াল) শ্রেণিবিভাগ, ম্যালেরিয়া বিরোধী কার্যপ্রণালী এবং রাসায়নিক গঠন। সেগুলি হল:

 • টিস্যু স্কিজন্টিসাইডস
  যকৃতে অবস্থানকারী পরজীবীর ওপরে এই ওষুধ কাজ করে এবং তাদের বৃদ্ধি রোধ করে। ম্যালেরিয়ার চিকিৎসা শুধুমাত্র এই ওষুধে হয় না, কারণ যখন পরজীবীর বৃদ্ধি হয় এবং তারা লোহিত রক্তকণিকা ধ্বংস করতে শুরু করে দেয় তখনই ম্যালেরিয়ার উপসর্গ দেখা দেয়। উপসর্গ দেখার আগে কার্যত সংক্রমণের উপস্থিতি বুঝতে পারা অসম্ভব।
 • পুনরায় আক্রমণের জন্য টিস্যু স্কিজন্টিসাইডস
  পরজীবীদের কিছু যকৃতে উপস্থিত থাকতে পারে যা পুনরায় ম্যালেরিয়ার সংক্রমণ ঘটাতে পারে, তাদের ওপর এই ওষুধ কাজ করে।
 • ব্লাড স্কিজন্টিসাইডস
  পরজীবীদের রক্তের ফর্মের ওপর এই ওষুধগুলি কাজ করে এবং এগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যালেরিয়ারোধী ওষুধ।
 • গেমিয়োটোসাইটোসাইডস
  এই ওষুধগুলি রক্তে উপস্থিত প্রজননক্ষম পরজীবীদের বিরুদ্ধে কাজ করে এবং যে সব মশা আক্রান্ত রোগীদের কামড়ায় তাদের সাহায্যে সংক্রমণ ছড়ানো রোধ করে। এই শ্রেণিভূক্ত কিছু ওষুধ সমস্ত শ্রেণির ম্যালেরিয়ার বিরুদ্ধে সক্রিয় থাকে আর অন্যগুলি কিছু পরজীবীর ওপর কার্যকর থাকে।
 • স্পোরোন্টোসাইডস
  এই ওষুধগুলি মশার মধ্যে উসিস্ট গঠন এবং সংক্রমণ রোধ করে।
 • যুগ্ম থেরাপি
  বিভিন্ন ওষুধ একযোগে ব্যবহার করে ম্যালেরিয়ার কার্যকর চিকিৎসা করা সম্ভব, যেগুলি একসঙ্গে যকৃতে এবং রক্তে উপস্থিত পরজীবীদের ওপর কাজ করে এবং সংক্রমণ বৃদ্ধি রোধ করে। এই প্রক্রিয়াটি হল, একযোগে দুটি অথবা তার বেশি ওষুধ ব্যবহার যেগুলি পরজীবীদের বিভিন্ন অংশকে নিষ্ক্রিয় করে। এই ধরনের চিকিৎসা করলে চিকিৎসার সময় কম হয় এবং প্রতিরোধী পরজীবীদের বৃদ্ধির আশঙ্কা কমায়।

সংক্রমণের প্রকৃতি কী রকম, সংক্রমণ কতটা প্রবল, রোগীর শারীরিক অবস্থা এবং সংশ্লিষ্ট পরিস্থিতি এবং রোগের ওপর একযোগে বিভিন্ন ওষুধ প্রয়োগের পন্থা নির্ভর করে। যে সব ব্যক্তি পি ফ্যালসিপেরাম -এ আক্রান্ত তাঁদের পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ এবং পরীক্ষা করতে হবে কারণ এটি অপেক্ষাকৃত কঠিন সংক্রমণ এবং ম্যালেরিয়া রোধী ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কোনও প্রসূতি সংক্রমিত হলে তাঁকে বিভিন্ন ওষুধের সম্মিলিতভাবে দিতে হবে কারণ কিছু ম্যালেরিয়ার ওষুধ প্রসূতিদের পক্ষে নিরাপদ নয়। চিকিৎসকদের দেখতে হবে আক্রান্ত ব্যক্তিদের মৃগী, হৃদরোগ, রেনাল ফেলিওর এবং চর্মরোগের ইতিহাস আছে কিনা কারণ এইসব রোগীদের ক্ষেত্রে হয় বিভিন্ন ওষুধ সম্মিলিত ভাবে দিতে হবে না হলে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন ওষুধ দিতে হবে।।

জীবনশৈলী ব্যবস্থাপনা (লাইফস্টাইল ম্যানেজমেন্ট)

যখন চিকিৎসা করা হচ্ছে না তখন যদি জীবনযাপনের ক্ষেত্রে মশার সংস্পর্শে আসতে হয় তাহলে তা সংক্রমতি হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মশার সংস্পর্শে ন্যূনতম আসা বা একেবারেই না আসা সংক্রমণের ঝুঁকি কমায় বা নির্মূল করে। ম্যালেরিয়ার সংক্রমণ থেকে বাঁচতে হলে মশার সংস্পর্শ ত্যাগ করা ছাড়া জীবনযাপনের আর বিশেষ কোনও ভূমিকা নেই।

Dr. Neha Gupta

Dr. Neha Gupta

संक्रामक रोग

Dr. Jogya Bori

Dr. Jogya Bori

संक्रामक रोग

Dr. Lalit Shishara

Dr. Lalit Shishara

संक्रामक रोग

ম্যালেরিয়া জন্য ঔষধ

ম্যালেরিয়া के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

Medicine NamePack SizePrice (Rs.)
DoloparDOLOPAR 25/500MG TABLET 10S33
Sumo LSUMO L 650MG TABLET22
PacimolPACIMOL 500MG TABLET 15Nos11
FalcigoFalcigo 120 Mg Injection372
DoloDolo 100 MG Drop26
LumeraxLumerax 20 Mg/120 Mg Tablet88
Zerodol PZerodol-P Tablet32
LarinateLarinate 120 Mg Injection339
Rapither AbRapither Ab 150 Mg Injection62
LariagoLARIAGO INJECTION 2ML2
Hcqs TabletHCQS 200 Tablet77
Calpol TabletCALPOL TABLET 1000S455
Samonec PlusSamonec Plus 100 Mg/500 Mg Tablet26
Falcinil LfFalcinil Lf 20 Mg/120 Mg Tablet73
EbooEboo 500 Mg Tablet31
Hifenac P TabletHifenac P Tablet56
Falsu LfFalsu Lf 80 Mg/480 Mg Tablet132
Eboo PlusEboo Plus 500 Mg Tablet104
IbicoxIbicox 100 Mg/500 Mg Tablet44
Serrint PSerrint P 100 Mg/500 Mg Tablet28
Fm PlusFm Plus 80 Mg/480 Mg Tablet132
Eboo SpazEboo Spaz 500 Mg Tablet21
Ibicox MrIbicox Mr Tablet101

আপনার অথবা আপনার পরিবারে কারোর কি এই রোগ আছে? দয়া করে একটা সমীক্ষা করুন এবং অন্যদের সাহায্য করুন।

References

 1. Vicki Symington. Malaria – A Global Challenge. The Society for General Microbiology [Internet]
 2. Alessandro Bartoloni, Lorenzo Zammarchi. Clinical Aspects of Uncomplicated and Severe Malaria. Mediterr J Hematol Infect Dis. 2012; 4(1): e2012026. PMID: 22708041
 3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Malaria
 4. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Malaria .
 5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Malaria Diagnosis (United States)
 6. Alessandro Bartoloni, Lorenzo Zammarchi. Clinical Aspects of Uncomplicated and Severe Malaria. Mediterr J Hematol Infect Dis. 2012; 4(1): e2012026. PMID: 22708041
और पढ़ें ...