পিটিরিয়াসিস রুব্রা পিলারিস - Pityriasis Rubra Pilaris in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 06, 2019

March 06, 2020

পিটিরিয়াসিস রুব্রা পিলারিস
পিটিরিয়াসিস রুব্রা পিলারিস

পিটিরিয়াসিস রুব্রা পিলারিস কি?

পিটিরিয়াসিস রুব্রা পিলারিস (পিআরপি) ত্বকের একাধিক রোগের বিরল সমস্যা, যাতে ত্বকে প্রদাহ এবং লালচে রঙয়ের আঁশের মতো দগদগে ভাব দেখা দেয়। পিআরপি পুরো শরীর অথবা পায়ের তলা, কনুই, হাঁটু এবং হাতের চেটোর মতো কিছু বিশেষ অংশকে আক্রান্ত করতে পারে। সাধারণত, এই ধরনের অবস্থা হাত আর পায়ের চামড়াতে বেশি হয় এবং মোটা হয়ে যায়। কখনও এই অবস্থাকে সোরিয়াসিস ভেবে ভুল রোগ নির্ণয় করা হয়। সব বয়স এবং জাতির মহিলা ও পুরুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। পিআরপি-র প্রকারভেদ:

  • ক্লাসিকাল অ্যাডাল্ট অনসেট।
  • ক্লাসিকাল জুভেনাইল অনসেট।
  • অ্যাটিপিকাল অ্যাডাল্ট অনসেট।
  • অ্যাটিপিকাল জুভেনাইল অনসেট।
  • সারকামস্ক্রাইবড জুভেনাইল।
  • এইচআইভি-লিঙ্কড।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

পিআরপি-র উপসর্গগুলি সময়ের সঙ্গে বাড়তে থাকে আর নখ, ত্বক, চোখ এবং শ্লেষ্মা ঝিল্লিকে আক্রান্ত করে। নিম্নলিখিত উপসর্গগুলি দেখা দেয়:

  • হাতের তালুর উপরিভাগ ও পায়ের পাতার নিচের অংশ মোটা হয়ে যায়।
  • নখ বিবর্ণ, মোটা ও আলগা হয়ে যায়।
  • চোখের শুষ্কতা
  • চুল পাতলা হয়ে যায়।
  • ঘুমে ব্যাঘাত।
  • দীর্ঘস্থায়ী ব্যথা।
  • চুলকুনি
  • মুখে অস্বস্তিভাব।

যদিও এটা মারাত্মক রোগ নয়, তবু পিআরপি রোজকার কাজকর্মকে ব্যাহত করে।

এর প্রধান কারণ কি?

পিআরপি-র বেশিরভাগ ক্ষেত্রেই কারণ অজানা। এর কিছু কারণ হল:

  • পরিবেশগত কারণের সঙ্গে অজানা জিনগত কারণের যোগ।
  • জিনের পরিবর্তন।
  • অস্বাভাবিক রোগপ্রতিরোধক প্রতিক্রিয়া।

এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

রোগ নির্ণয় সাধারণত শারীরিক পরীক্ষার মাধ্যমে ত্বকে ক্ষতের উপস্থিতি সনাক্তকরণের মধ্য দিয়ে করা হয়। রোগ নির্ণয়ের ব্যাপারে নিশ্চিত হতে এবং পিআরপি-র মতো দেখতে অন্যান্য চর্মরোগের সম্ভাবনা দূর করতে আক্রান্ত অংশের চামড়ার নমুনা সংগ্রহ করে ত্বকের বায়োপসি করা হয়।

স্বাস্থ্যসেবা প্রদানকারী সাধারণত নিম্নলিখিত উপায়ে চিকিৎসা নির্ধারণ করেন:

  • ইউরিয়া, রেটিনয়েড, ল্যাকটিক অ্যাসিড এবং স্টেরয়েড যুক্ত ত্বকের ক্রিম।
  • ত্বকের শুষ্কতা এবং ফাটাভাব সারাতে ত্বকের ক্রিমের প্রলেপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
  • আইসোট্রেটিনয়েন, মেথোট্রেক্সেট অথবা অ্যাসিট্রেটিন যুক্ত ওষুধ খেতে দেওয়া হয়।
  • লাইট থেরাপিতে ত্বকের আক্রান্ত স্থান যথাযথভাবে অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আনা হয়।
  • রোগপ্রতিরোধ ক্ষমতাকে পরিবর্তন করার ওষুধ নিয়ে এখনও গবেষণা চলছে এবং তা উপযোগী হতে পারে।



তথ্যসূত্র

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Pityriasis rubra pilaris.
  2. National Organization for Rare Disorders [Internet]; Pityriasis rubra pilaris.
  3. Feldmeyer L, Mylonas A, et al. Interleukin 23-Helper T Cell 17 Axis as a Treatment Target for Pityriasis Rubra Pilaris.. JAMA Dermatol. 2017 Apr 1;153(4):304-308 PMID: 28122069
  4. Brown F, Badri T. Pityriasis Rubra Pilaris. [Updated 2019 Feb 22]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  5. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Ixekizumab in the Treatment of Pityriasis Rubra Pilaris (PRP).