গ্লোমেরুলোনেফ্রাইটিস - Glomerulonephritis in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 29, 2018

March 06, 2020

গ্লোমেরুলোনেফ্রাইটিস
গ্লোমেরুলোনেফ্রাইটিস

গ্লোমেরুলোনেফ্রাইটিস কি?

গ্লোমেরুলোনেফ্রাইটিস একরকমের কিডনির রোগ যার ফলে গ্লোমেরুলির (ছোট ফিল্টারের মতো যা কিডনির ভিতরে থাকে এবং রক্তের তরল ও বর্জ্য পদার্থগুলিকে ফিল্টার বা পরিশুদ্ধ করতে সাহায্য করে) ক্ষতি হয়। এটা সাধারণত, রোগ প্রতিরোধ প্রক্রিয়ার কিডনির সুস্থ টিস্যুগুলিকে আক্রমণের কারণে হয়।

গ্লোমেরুলোনেফ্রাইটিসের প্রধান লক্ষন ও উপসর্গগুলি কি কি?

গ্লোমেরুলোনেফ্রাইটিসের সঙ্গে যুক্ত লক্ষণ এবং উপসর্গগুলি হলো:

গ্লোমেরুলোনেফ্রাইটিসের প্রধান কারনগুলি কি কি?

গ্লোমেরুলোনেফ্রাইটিসের প্রধান কারণগুলি হল:

গ্লোমেরুলোনেফ্রাইটিস কিভাবে নির্ণয় করা হয় ও এর চিকিৎসা কি?

উপসর্গগুলির ইতিহাস জানার পর, চিকিৎসক এই পরীক্ষাগুলির পরামর্শ দিতে পারেন:

  • রক্ত পরীক্ষা:
    • ক্রিয়েটিনাইনের মাত্রা, যার পরিমান কিডনি রোগীদের মধ্যে উচ্চ থাকে।
    • এস্টিমেটেড গ্লোমেরুলার ফিলট্রেশন রেট (ইজিএফআর), যা কম থাকে কিডনির সমস্যা থাকলে।
    • অটোইমিউন প্রতিক্রিয়া জেগে উঠতে পারে বিভিন্ন পদার্থের কারণে এন্টিবডির প্রভাবে।
  • মুত্র পরীক্ষা: মুত্রে রক্ত অথবা প্রোটিন আছে কিনা সেটা জানার জন্য।
  • আল্ট্রাসাউন্ড স্ক্যান: কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, যেমন কিডনির আকার এবং কোন প্রতিবন্ধকতা আছে কিনা সেটা জানার জন্য।
  • বায়োপসি: কিডনির টিস্যু বা শরীরকলার একটি নমুনা সংগ্রহ করে মাইক্রোস্কোপের নীচে পরীক্ষা করা হয়।

গ্লোমেরুলোনেফ্রাইটিসের চিকিৎসা রোগের তীব্রতা এবং উপসর্গগুলির উপর নির্ভর করে করা হয়। সামান্য মাত্রায় গ্লোমেরুলোনফ্রাইটিস থাকলে, কোনো চিকিৎসার প্রয়োজন হয়না।

বিভিন্ন চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে:

  • খাদ্য তালিকায় পরিবর্তন: রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যেসব খাদ্যে ও পানীয়ের মধ্যে নূন, পটাসিয়াম এবং তরলের মাত্রা বেশি সেইসব খাবার না খাওয়াই উচিত।
  • ধূমপান ত্যাগ: ধূমপান এড়ানোর পরামর্শ দেওয়া হয়, কারন এটি গ্লোমেরুলোনেফ্রাইটিসকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যায় এবং হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
  • এর ওষুধগুলির মধ্যে রয়েছে:
    • রক্তচাপ হ্রাসকারী ওষুধ যেমন এঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস (এআরবি), এঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম (এসিই) ইনহিবিটর্স, ডাইরেটিকস এবং অন্যান্যগুলি।
    • কর্টিকোস্টেরয়েডসের (প্রেডনিসন) পরামর্শ দেওয়া হয় ফোলাভাব এবং রোগ প্রতিরোধ পদ্ধতিকে দমন করার জন্য।
    • যখন রোগ প্রতিরোধ পদ্ধতিতে সমস্যা হয় তখন ইমিউনোসাপ্রেসেন্টস যেমন ট্যাক্রোলিমাস, সাইক্লোস্পোরিন, এজাথিওপ্রিন, রিটাক্সিম্যাব অথবা মাইকোফিনোলেট মোফেটিলের পরামর্শ দেওয়া হয়।
    • কম মাত্রায় সাইক্লোফোসফ্যামাইড টি ইমিউনোস্প্রেসেন্ট হিসাবেও ব্যবহার করা যেতে পারে।
    • ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ব্যক্তিকে অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হয়।
    • গ্লোমেরুলোনেফ্রাইটিসে আক্রান্ত রোগীর কলেস্টেরলের মাত্রা উচ্চ থাকে, তাই কলেস্টেরল হ্রাসকারী ওষুধ দেওয়া হয়।
  • গুরুতর সমস্যার ক্ষেত্রে প্লাসমা এক্সচেঞ্জ বা রক্তরস পরিবর্তন করা হতে পারে।



তথ্যসূত্র

  1. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Glomerulonephritis.
  2. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Glomerulonephritis.
  3. National Kidney Foundation. [Internet]. New York, United States; What is Glomerulonephritis?.
  4. The American Kidney Fund. [Internet]. North Bethesda, Maryland, United States; Glomerulonephritis.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Glomerulonephritis.

গ্লোমেরুলোনেফ্রাইটিস জন্য ঔষধ

Medicines listed below are available for গ্লোমেরুলোনেফ্রাইটিস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹494.0

Showing 1 to 0 of 1 entries